সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী মেম্বারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ওই ইউনিয়নের সাবেক মেম্বার। আজ দুপুরে সিলেট আদালতে পাঠানো হয় তাকে।
২০১২ সালের ঘটনায়, বিএনপি কর্মী হাবিবুর রহমানের দেয়া মামলায় (নাম্বার-১০, তাং-২২.০৬.২৫ইং) গ্রেফতার হন তিনি।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জহিরুল ইসলাম জানান, ‘আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
সূত্র জানায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করা হয় বিএনপির প্রভাবশালী রাজনীতিবীদ এম. ইলিয়াস আলীকে। সন্ধান চেয়ে ২০১২ সালের ২৩ এপ্রিল তার নিজ উপজেলা বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠন। ওইদিন কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ-আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা। এক পর্যায়ে সংঘর্ষ বাধলে গুলিতে প্রাণ হারান তিন ইলিয়াস আলী প্রেমিক। অহত হন অসংখ্য নেতাকর্মী। আহতদের অনেকে এখনও পার করছেন দূর্বিসহ জীবন। ঘটনার পরে উল্টো আওয়ামী লীগ ও পুলিশের এসল্ট মামলায় আসামি হয়ে, পুলিশি হয়রানি, জেল-জুলুমের ভয়ে বাড়ি-এলাকা ছাড়া হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবশেষে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে, সম্প্রতি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং তৎকালীন একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দেন, বিএনপি কর্মী উপজেলার রামপাশা ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন