গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হলো জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনী। রক্তস্নাত সেই দিনের বীর শহীদদের অবদান স্মরণে আয়োজিত এই প্রদর্শনীতে উঠে এসেছে প্রতিরোধ, ত্যাগ ও বিজয় ইতিহাসের নিখুঁত চিত্রায়ন।
স্থিরচিত্রে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের শহীদদের সাহসী ছবি, আহতদের নির্মম নির্যাতনের বীভৎস চিত্র। এছাড়া জুলাই আন্দোলনে গাকৃবির শিক্ষার্থীদের অনবদ্য ভূমিকাসহ স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের তেজদীপ্ত ভূমিকারও। বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে প্রদর্শিত স্থিরচিত্র অনুষ্ঠানের দুপুরে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই স্থিরচিত্রগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের অস্তিত্ব, চেতনা ও অদম্য সাহসের প্রতিচ্ছবি। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছে।
আলোচকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে স্থিরচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মো. নাসিমুল বারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়া উদ্দীন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
পরে উপাচার্যসহ অতিথিবৃন্দ স্থিরচিত্র ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রতিটি চিত্রকর্মের শিল্পমান ও ঐতিহাসিক তাৎপর্যের প্রশংসা করেন। এই আয়োজনে শুধু অতীতের স্মৃতি সংরক্ষিত হয়নি, বরং তা আগামী দিনের প্রত্যয়ে পরিণত হয়েছে, একটি সচেতন, সাহসী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার মশাল হাতে তুলে নেওয়ার অঙ্গীকারে।
বিডি প্রতিদিন/এমআই