আগের দিন সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের পর শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আরও দেড় কোটি টাকার চালান আটক করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার ও নোয়াকোট সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে, থ্রিপিস, চিনি, টমেটো, মদ ও গরুর মাংস জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম