দুর্গা উৎসবের শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের প্রতিমা তৈরির কারিগররা। মন্দিরে মন্দিরে পৌঁছানো হচ্ছে প্রতিমা। শরীয়তপুর দুর্গা পূজা ঘিরে উৎসবের আমেজ।
জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের ঘোষপাড়া পূজা মণ্ডপে এবছর প্রতিমায় ভিন্নতার ছোঁয়া আনা হয়েছে। বিভিন্ন রংয়ের ধান দিয়ে নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছে দূর্গা প্রতিমা। ইতোমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে মন্দিরগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। প্রায় প্রতিটি মন্দিরকেই রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়।
দুর্গা উৎসবের শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের প্রতিমা কারিগররা। এক মুহূর্ত সময় নষ্ট করার সুযোগ নেই কারিগরদের। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করে এনেছে অনেকে। এখন চলছে রংতুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধির কাজ। কাজ শেষ হওয়ায় অনেকেই আবার মন্দিরে মন্দিরে পৌছে দিচ্ছে প্রতিমা। মন্দিরগুলোতে এখন চলছে গেট ও আলোক শয্যার কাজ।
পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, শরীয়তপুর উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবছর ১০২টি পুজা মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ২৩টি, অতি গুরুত্বপূর্ণ ২২টি পূজা মণ্ডপ নির্ধারণ করেছে পুলিশ। পূজা নির্বিঘ্ন করতে তিন ধাপে নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থার কথা জানিয়েছে জেলা পুলিশ। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
বিডি প্রতিদিন/নাজমুল