ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট লিডার, সদস্য এবং গার্লস গাইডদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কনফারেন্স রুমে এই কর্মশালা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার,বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন।
কর্মশালায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি সফল করতে সকল স্কাউটদের সহযোগিতা কামনা করা হয়। এসময় জেলা স্কাউট লিডার, সদস্য এবং গার্লস গাইডরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল