শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা প্রশাসনের কাছে তুলে ধরতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘আইডিয়া বক্স’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার দুপুরে প্রথম ছাত্রী হলের সামনে আইডিয়া বক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নতুন এই ‘আইডিয়া বক্সে’ প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মতামত, সমস্যা ও সমাধানের প্রস্তাব জমা দিতে পারবেন। এ ছাড়াও ‘কিউআর কোড’-এর মাধ্যমে আইডিয়াগুলো অনলাইনে নামহীন বা নামসহ সাবমিট করার সুযোগ রয়েছে। কিউআর কোড সংবলিত একটি পোস্টার ক্যাম্পাসের প্রতিটি স্থাপনায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলে ‘আইডিয়া বক্স’-স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর ছোট চিন্তাও পুরো ক্যাম্পাসে বড় পরিবর্তন আনতে সক্ষম। ছাত্রদল কেবল রাজনীতি করে না; বরং শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নেতৃত্ব তৈরি ও ক্যাম্পাস উন্নয়নে কাজ করে। শিক্ষার্থীদের দেওয়া আইডিয়াগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নে চেষ্টা চালানো হবে।’
বিডি প্রতিদিন/এমআই