সংস্কৃতি, ঐতিহ্য আর ভ্রাতৃত্বের বন্ধনই মানুষের আসল শক্তি। সেই শক্তিকে আরও দৃঢ় ও অর্থবহ করে তুলতেই আয়োজন করা হয় ‘এনইউবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুমিল্লা’-এর দিনব্যাপী চড়ুইভাতি।
দিনভর হাসি, গল্প, গান আর খাবারের আড্ডায় শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দের উচ্ছ্বাসে। একই জেলার নতুন ও পুরনো শিক্ষার্থীদের একত্রিত হওয়ার এই বিশেষ আয়োজন তৈরি করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য আবহ। প্রত্যেকের উপস্থিতি অনুষ্ঠানটিকে পরিণত করে স্মরণীয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার এবং কুমিল্লার গর্বিত সন্তান কমান্ডার মো. মোস্তফা শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুমিল্লার আরেক কৃতী সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।
তাদের মূল্যবান উপস্থিতি, উৎসাহ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে দ্বিগুণভাবে। এতে কেবল অনুষ্ঠানটির তাৎপর্যই বৃদ্ধি পায়নি, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনের দৃঢ়তাও হয়েছে আরও গভীর।