বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সায়েন্স ফেয়ার ২০২৫।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে সৃজনশীলতা, কৌতূহল এবং বিজ্ঞানের প্রতি আগ্রহের প্রকাশ ঘটায়। স্টলগুলোতে নিজেদের আবিস্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কারের সুফল তুলে ধরছে দর্শনার্থীদের নিকট।
গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।
স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমরা বরাবরই চাই শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হোক।
প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ প্রকল্পগুলোর উপস্থাপক শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া