শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর উদ্যোগে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও বৃত্তি বিষয়ক দিকনির্দেশনামূলক অনুষ্ঠান ‘ডিএএডি ইনফো সেশন: স্টাডি, রিসার্চ অ্যান্ড স্কলারশিপ ইন জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ‘ডিএএডি’ স্কলার সহকারী অধ্যাপক ড. মো. নুরশাদ আলী এবং ডিএএডি বাংলাদেশ, আঞ্চলিক কর্মকর্তা মো. মাহবুবুল হাসান সুমন।
সেমিনারে ড. নুরশাদ আলী শিক্ষার্থীদের সাথে ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে কাটানো শিক্ষাজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। সেখানকার শিক্ষার্থীবান্ধব সকল সুযোগ-সুবিধা এবং সেগুলোর উপকারিতা তিনি তার বক্তব্যে বিশদভাবে তুলে ধরেন। পরবর্তীতে ডিএএডি বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মো. মাহবুবুল হাসান সুমন ডিএএডি স্কলারশিপের প্রক্রিয়া, জার্মানিতে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম এবং উচ্চশিক্ষার জন্য কীভাবে এই স্কলারশিপের মাধ্যমে অর্থায়ন পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক তাঁর বক্তব্যে জার্মান সরকারের বিশ্বব্যাপী উচ্চতর পড়াশোনা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই ধরনের শিক্ষার্থীবান্ধব ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সাস্ট ক্যারিয়ার ক্লাবকেও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ডিএএডি বা জার্মান অ্যাকাডেমিক এক্সিচেঞ্জ সার্ভিস হলো জার্মান সরকারের একটি মর্যাদাপূর্ণ বৃত্তিপ্রদান কর্মসূচি, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ জার্মান সরকারের অর্থায়নে সেই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন