নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে ফুটসাল চ্যাম্পিয়নশিপ সিজন-১ ট্রফি ট্যুরের যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. (ইঞ্জি.) মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) এবং ড. মো. মারুফ উল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিএফসি ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এনইউবি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সদস্যরা এ আয়োজনে যুক্ত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
আয়োজকরা জানান, ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপের এ ট্রফি ট্যুর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, খেলাধুলার প্রতি আগ্রহ ও চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জোরদার হবে।