আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)-এর পাবলিক হেলথ বিভাগ বিশ্ববিদ্যালয় গত ১ আগস্ট ক্যাম্পাসে “গবেষণার দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার গুরুত্ব ও প্রাথমিক স্বাস্থ্যসেবার বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর সিনিয়র ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, পিএইচডি।
তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড হিসেবে অভিহিত করে বলেন, সুসংগঠিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্য বৈষম্য কমাতে এবং সাশ্রয়ী ও ন্যায্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক ছাদের নিচে মৌলিক স্বাস্থ্যসেবার সব সুবিধা - ডাক্তার ও নার্সের সেবা ছাড়াও ল্যাবরেটরি, রেডিওলজি, ফার্মেসি, ডেন্টাল, পুষ্টি, টিকাদান, মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং এবং স্বাস্থ্য উন্নয়ন সেবা-প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
সেমিনারের প্রথম বক্তা ছিলেন এআইইউবি জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ড. রাকিয়া ইশরা। এআইইউবি’র জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফুল আলমের দিকনির্দেশনা ও বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। সেমিনারে উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন