ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থানকারী ভবঘুরে ও তাদের অস্থায়ী বস্তি, মাদকাসক্তদের উচ্ছেদ করার জন্য অভিযান চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে থেকে ডাকসুর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক এবি জোবায়েরের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ভবঘুরেদের থাকার জায়গায় মাদক গ্রহণের সুচ, ছুরি এবং বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। এসময় ইয়াবাসহ আটক হয় এক তরুণ। জানা যায়, ইয়াবাসহ আটক হওয়া তরুণের নাম সাগর (১৫)। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
উচ্ছেদ অভিযান বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগতদের উচ্ছেদ করতে হবে। কিন্তু তাদের ওপর জুলুম করা যাবে না। আমরা তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেব এবং ভবিষ্যতে যেন না আসে সে বিষয়ে সতর্ক করে দেব।
তিনি আরও বলেন, এ সকল ভবঘুরেদের কারণে নারী শিক্ষার্থীরা চলার পথে বিভিন্ন সময়ে বিব্রতকর অবস্থায় পড়ে। নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা এই উদ্যােগ নিয়েছি। এছাড়া, অনেক সময় আমরা দেখতে পাই এরা ছিনতাই করে ধরা পড়লে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে নিজে আঘাত করে। এরা যেন আর ঢুকতে না পারে সেজন্য আমরা চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করব। দরকার হলে আরও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ