ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মশাল মিছিল করেছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা “নিরাপদ ক্যাম্পাস”, “প্রক্টর কিছু জানে না”, “সাম্য ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “প্রক্টর অফিস ঘেরাও হবে”, “প্রক্টর না সান্ডা? সান্ডা সান্ডা” প্রভৃতি স্লোগান দেন।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগ করেন, সাম্য হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়নি। বরং একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে যাচ্ছে। এসব প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ