বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই, জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উপকূলীয় এ উপজেলায় দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সাইক্লোন শেল্টারে বিকল্প সৌরবিদ্যুৎ সংযোগ, নিরাপদ যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ, নারীদের জন্য আলাদা ও নিরাপদ আশ্রয়স্থল, সুপেয় পানির জন্য স্থায়ী ট্যাংকি এবং শিশু, নারী ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
স্মারকলিপিটি প্রদান করেন ‘জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স’ (জিকা)-এর সভাপতি ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানিজ ফাতিমা, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেলসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সমাজকর্মীরা।
নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা
স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এবং এনএসএস-এর সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে আলোচকরা বলেন, পাথরঘাটার মতো দুর্যোগপ্রবণ এলাকায় নারী ও কন্যাশিশুরা একাধিক ঝুঁকিতে থাকেন। দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারেও নারীরা সহিংসতার শিকার হন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলে মিলে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ