চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক নারী মারা গেছেন। রবিবার দিবাগত রাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আরা ওই এলাকার বাসিন্দা মো. লোকমানের স্ত্রী।
পতেঙ্গা থানার এসআই সজীব আচার্য্য জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করে তার দেবর রবিন। পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত দেবরকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই