বাংলাদেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একইসঙ্গে ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কারও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড উদ্যোগে ‘সেরা টেকসই কোম্পানি’ হিসেবে সম্মাননা অর্জনের পাশাপাশি, ইউনিলিভার বাংলাদেশ আরও ছয়টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ সামগ্রিকভাবে সর্বোচ্চ সংখ্যক সম্মাননা অর্জন করেছে।
বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সাসটেইনেবল সামিটে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ এই সম্মাননাগুলো লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্পোরেট প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের উপস্থিতিতে ইউনিলিভার বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ ২০২৪ সালেও একাধিক ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছিল। ইউনিলিভার বাংলাদেশের কার্যক্রম কেবল ব্যবসায়িক সফলতায় সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের প্রতিও প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একাধিকবার এই সম্মাননা অর্জনই তার স্পষ্ট প্রমাণ।
বিডি প্রতিদিন/কেএ