নাটোরের সিংড়ায় সম্প্রতি সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে ৮৮ বান্ডিল ঢেউটিন ও মোট ২ লাখ ৬৪ হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ