টেক্সটাইল খাতে উদ্ভাবন ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে ‘টেক্সটাইল হ্যাক ২০২৫: প্রোটোটাইপ বাজার’। রবিবার (১৩ জুলাই) বিইউএফটি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল টেক্সটাইল খাতে টেকসই ও উদ্ভাবনী ধারণা তুলে ধরা এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মো. মশিউল আজম সজল, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসাইন, ডিবিএল’র প্রধান সাসটেইনেবিলিটি অফিসার মো. জাহিদুল্লাহ, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল আনোয়ার অপু, ফ্যাশন স্টাডিজ বিভাগের প্রধান শর্মিলী সরকার, সহ বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো তাদের উদ্ভাবনী ধারণা লাইভ প্রোটোটাইপ প্রদর্শন এবং পিচ সেশনের মাধ্যমে বিচারকদের সামনে উপস্থাপন করে। পরে অনুষ্ঠিত হয় প্রোটোটাইপ মার্কেটপ্লেস ও নেটওয়ার্কিং সেশন।
চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের গ্রীন ওয়েভ, রানার আপ হয় রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফেব-বোর্ড এবং দর্শক মতামতের ভিত্তিতে বিজয়ী হয় বিইউএফটি’র ফেভ ৫।
এই আয়োজনের মাধ্যমে বিইউএফটি আবারও প্রমাণ করেছে যে, দেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিডি প্রতিদিন/আশিক