জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সোমবার (১৪ জুলাই) ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জুলাই "গণ-অভ্যুত্থান পুনর্জাগরন অনুষ্ঠানমালা-২০২৫" শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার টিএসসি'র রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে July Women's Day উদযাপন উপলক্ষ্যে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে "জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরন অনুষ্ঠানমালা-২০২৫" সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠান উপলক্ষ্যে ১৫ জুলাইয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে অনুষ্ঠানের জন্য সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলেও জানানো হয়।
এছাড়াও থাকছে যেসকল আয়োজন:
আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল ইনস্টলেশন করা হবে। এলইডি প্রজেকশনের মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
আগামী ১৭ জুলাই টিএসসি/রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে 'Teachers in July' এবং 'Abrar Fahad' শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত