“গুণগত শিক্ষা অর্জন, শ্রেষ্ঠ জীবন” এ লক্ষ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের বিভাগীয় নগরী রংপুরে গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারি অধ্যাপক ও প্রভাষকসহ ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় উলিপুর,চিলমারী ও রাজারহাট এ ৩ উপজেলার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান ও শিক্ষাবিদ আশরাফুল আলম আল আমিন।
এসময় তিনি বলেন,অবহেলিত উত্তরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিস্তা ইউনিভার্সিটি রংপুরের মডার্ন এলাকায় গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭ বছর সময় দিলেও আমরা ইতোমধ্যেই রংপুরের দর্শনায় সাড়ে চার একর জায়গা ভার্সিটির জন্য ক্রয় করেছি। আর এ জায়গাতে গড়ে উঠবে এবং নির্মিত হবে আমাদের নিজস্ব ক্যাম্পাস।
এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম,বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য সচিব রবিউল ইসলাম। এসময় মতামত তুলে ধরেন উলিপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল,কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাট,টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, অধ্যাপিকা ঝুমা ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
বিডি প্রতিদিন/নাজমুল