গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে কৃষি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি বলেন, গবেষণা করাটা অনেকটা রান্নার মতো। উপাদান থাকলেই রান্না ভালো হবে না, চাই উপযুক্ত জ্ঞান ও দক্ষতা। তেমনি একজন শিক্ষক যদি না জানেন কীভাবে গবেষণাপত্র লিখতে ও প্রকাশ করতে হয়, তাহলে তিনি ভালো গবেষক হতে পারবেন না। তাই এই ধরনের কর্মশালাগুলো শিক্ষক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক। পাঠদানের পাশাপাশি একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার জন্য গবেষণায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, শিক্ষকের প্রধান দুইটি কাজ- শিক্ষা দেওয়া ও গবেষণা করা। জ্ঞান সৃষ্টি ও প্রসারে শিক্ষকরা যেন কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে এই কর্মশালা গুরুত্বপূর্ণ।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক ড. মো. লতিফুল বারী। কর্মশালার মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। কর্মশালাটি আগামী দুইদিনও চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ