বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পহেলা বৈশাখ উৎযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, নববর্ষ সবাইকে কাছাকাছি আনার মাধ্যমে ঐক্য ও সহমর্মিতা সৃষ্টি করা। বাঙালির নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এ উৎসব জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। আবার বিচ্ছেদও করে।
তিনি আরও বলেন, বিগত সময়ে চাপিয়ে দেয়া উৎসবও পালিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী এটাই প্রথম বৃহৎ উৎসব, যা সকলের অংশগ্রহণে উৎসবমুখর হয়েছে। এ ধারা অব্যাহত থাকুক।
জানা গেছে, এবছর মঙ্গল শোভাযাত্রা পরিবর্তে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চারুকলা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। বিকেলে চারুকলার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান টিটন। উৎসবে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ