খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এটি অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মন্ডলের সনঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবীর সৌরভসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
সমাবেশে এস এম সুইট বলেন, ‘কুয়েটের উপাচার্য যে কাজটি করেছে বিগত ১৬ বছরের পতিত স্বৈরাচার উপাচার্যগুলো সে কাজ করার সাহস করেনি। নতুন বাংলাদেশের ভিসি হিসেবে উপাচার্যের যা করার কথা ছিল এ উপাচার্য তার বিপরীতটা করেছে। কুয়েটের ভিসি সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনার পরে কুয়েটের ভিসি তার চেয়ারে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। নিজ অবস্থান থেকে তার পদত্যাগ করা উচিৎ।’
বিডি প্রতিদিন/নাজমুল