পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক পানিতে ডুবে মারা গেছেন।
সোমবার দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজ পুকুরে কয়েকজন বন্ধুমিলে গোসল করতে যান আশিক। ঐখানে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হলে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করেন। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
হুসাইন মোহাম্মদ আশিকের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামে। তিনি স্থানীয় নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের সন্তান।
হুসাইন মোহাম্মদ আশিক এর বন্ধু ২০২৩-২৪ সেশনের সাকিব বলেন," সময় মত চিকিৎসা পেলে আমার বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এই মৃত্যু। "
প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি ও পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। "
বিডি প্রতিদিন/নাজমুল