দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ-২০২৫’। রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন করা হয় এই শিক্ষা মেলা।
আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করে বাংলায় আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার-বিআইআইসি। (Banglay IELTS & Immigration Centre (BIIC)।
মেলায় প্রধান অতিথি ছিলেন বিআইআইসি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মিস বাইবা ক্রিয়েভানে। তিনি University of Hull, London, UK-এর MENA, পূর্ব আফ্রিকা এবং বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রফেসর ডেভারাল ক্যাপস, ডিন, Leeds Beckett University, UK। এ শিক্ষা মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই