২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। যদিও এখনও চূড়ান্ত হয়নি আসন্ন মেগা টুর্নামেন্টটির চূড়ান্ত সব দল।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত ৪২টি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসরের টিকিট নিশ্চিত করেছে। আসরের বাছাই অনেকটাই শেষ, বাকি শুধু প্লে-অফ। প্রথমবার বিশ্বমঞ্চে জায়গা করেছে চার দেশ- কুরাসাও, কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান।
সবশেষ ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কুরাসাও। দেড় লাখ জনসংখ্যার দেশটি কনক্যাকাফ অঞ্চলের বাছাই খেলে এসেছে। একই অঞ্চল থেকে ৫২ বছর পর বিশ্বকাপে এসেছে হাইতি। ২৮ বছর পর বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে স্কটল্যান্ড। আর্লিং হালান্ডের নরওয়েও বিশ্বকাপের মঞ্চে ফিরছে ২৮ বছর পর।
বিশ্বকাপ এখনও ৬ দল খুঁজে পাওয়ার অপেক্ষায়। ইউরোপ অঞ্চল থেকে এপর্যন্ত টিকিট কেটেছে ১২ দল। এ অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে আরও চার দেশকে। প্লে-অফ খেলে আসবে আরও ২দল। কনক্যাকাফ অঞ্চলের বাছাই খেলে জায়গা পেয়েছে কুরাসাও, হাইতি ও পানামা।
আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এশিয়া, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাকি দেশগুলো।
এপর্যন্ত কোয়ালিফাই করেছে যেসব দেশ
আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
এশিয়া
কাতার, সৌদি আরব, সাউথ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।
লাতিন আমেরিকা
ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া।
উত্তর আমেরিকা
কুরাসাও, হাইতি ও পানামা।
ইউরোপ
ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, স্পেন ও স্কটল্যান্ড।
আফ্রিকা
সাউথ আফ্রিকা, আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল।
ওশেনিয়া
নিউজিল্যান্ড
বিডি প্রতিদিন/কামাল