মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বরগুনা শহরের থানাপাড়া জামে মসজিদে জোহর নামাজের পরে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। থানা মসজিদের মুয়াজ্জিন মাওলানা মাসুম বিল্লাহ উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ, সহসভাপতি সামছুর রহমান, বরগুনা জেলা শাখার সদস্যরা, বরগুনা ইসলামিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ফুলের মতো নিষ্পাপ সেই শিশু যারা প্রাণ হারিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া এখনো যারা অসুস্থ তাদের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
এর আগে বক্তারা বলেন, এই দুর্ঘটনা শুধু স্বজনদের নয়, স্তব্ধ করে দিয়েছে গোটা জাতিকে। কত মায়ের বুক খালি হলো, কত বাবার স্বপ্ন চিরতরে নিভে গেল—এই ক্ষতি কোনো দিন পূরণ হওয়ার নয়। আহত অনেক শিক্ষার্থী হয়তো আর কোনো দিন ফিরতে পারবে না স্বাভাবিক জীবনে। এই শোক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের। এই সময় আমাদের উচিৎ একে অন্যের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়া।
পরে দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে শুভসংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এর আগে গতকাল মঙ্গলবারও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরেকবার আসর নামাজের পর বরগুনা সিএন্ডবি কলোনী জামে মসজিদে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন সম্পন্ন করা হয়।