জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ঢাকায় শহীদ হওয়া রাব্বী মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (২০ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামে শহীদ রাব্বীর পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেন বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্যরা।
দিনের শুরুতেই তারা শহীদ রাব্বীর কবর জিয়ারত করেন এবং পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন। তিনি শহীদ রাব্বীর বাবা আব্দুর রহিম, মা রাজিয়া বেগম ও বড় ভাই অন্তর মিয়ার হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল আম, চাল, ডাল, আটা, তেল, চিনি, পেঁয়াজ, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ প্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, আওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম, ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, আতিফ আসাদ, সোহানুর রহমান সোহান, সভাপতি জাকারিয়া আহমেদ, সহ-সভাপতি স্বপন মাহমুদ, লিমন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সহায়তা পেয়ে শহীদ রাব্বীর বাবা আব্দুর রহিম ও বড় ভাই অন্তর মিয়া বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন বলেন, 'খাদ্য সহায়তা নিয়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এটি সত্যি প্রশংসার দাবিদার। সারা বাংলাদেশের ন্যায় তারা সরিষাবাড়ীতে এই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। ভালো কাজে আগামীতেও বসুন্ধরা শুভসংঘ এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করি।'
উল্লেখ্য, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহীদ রাব্বী মিয়া। রাজধানীর তেজগাঁও অবস্থিত সাউথইস্ট ইউনিভার্সিটির ইইই ১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন শহীদ রাব্বী। পড়ালেখার পাশাপাশি তিনি ওয়াল্টন কোম্পানিতে চাকুরী করতেন। গত বছরের ২০ জুলাই আন্দোলনে অংশ নিতে নারায়ণগঞ্জের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে তিনি শহীদ হন।
বিডি প্রতিদিন/মুসা