বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রচনার বিষয় ছিলো স্বপ্নের বাংলাদেশ গড়বো আমরা। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের পরিচালক আল ফাহিম আল ফুয়াদ। এসময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণির হাবিবা সুলতানা রাইসা, ২য় স্থান অধিকার করেছে ৬ষ্ঠ শ্রেণীর তাইয়্যবা বোরহান ও ৩য় স্থান অধিকার করেছে ৭ম শ্রেণির ছাত্রী তাহরিম তাসনিম।
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়বো আমরা, এটি শুধু একটি প্রতিযোগিতার বিষয় নয়, এটি একটি অঙ্গীকার। একটি সুন্দর, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অতিথি আল ফাহিম আল ফুয়াদ বলেন, স্বপ্নের বাংলাদেশ মানে একটি উন্নত, দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, প্রযুক্তিনির্ভর ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি। এই স্বপ্ন পূরণে আমাদের নতুন প্রজন্ম তোমরাই সবচেয়ে বড় শক্তি। দেশকে ভালোবাসো, শিক্ষা অর্জন করো, সৎ এবং পরিশ্রমী হও তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শেখ বোরহান আলী, মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, আল মামুন, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, অতনু বোস, প্রিতম দাস, ফাহাদ হোসেন, আরিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন, মোজাহিদ, মাহবুবুর রহমান ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।