সিলেটে জঙ্গলের ভেতর এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. মঞ্জুর আহমদ নামের ওই ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বুধবার বেলা আড়াইটার দিকে গ্রামের পাশের একটি জঙ্গল থেকে পঁচন ধরা লাশটি উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে মঞ্জুরের মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা না হত্যা সেটি নিশ্চিতের জন্য লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম