বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মাঠ ধূপখোলায় ম্যাচটি আয়োজিত হয়। সকালে খেলাটির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ।
তরুণ ও নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ম্যাচ খেলাটি ৪৫ মিনিট ধরে চলে। খেলায় মুনীর একাদশ এবং হাসান একাদশের মধ্যে লড়াই চলে। মুনীরের দল ৫-৩ গোলে জয়ী হয়। নির্দিষ্ট সময়ে খেলা শেষ হয়। প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনীর উদ্দিন শেখ ও রিয়াদ হাসান হিরা।
আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, এমন খেলা নিয়মিত আমাদের করা উচিত। সকালে সাধারণত আমরা ঘুমের মধ্যে থাকি। শুভসংঘের সদস্যরা ডেকে তুলায় খেলতে পেরেছি। এখন সুস্থতাবোধ করছি।
বসুন্ধরা শুভসংঘের সদস্য লাবিব বসুনিয়া বলেন, আসলে খেলাধুলা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ সুস্থ থাকতে হলে প্রতিনিয়ত খেলাধুলার সাথে থাকতে হবে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার জন্য।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুহাইল আহমেদ বলেন, সুস্থ থাকতে গেলে খেলাধুলার বিকল্প নাই তাই খেলাধুলা করতে এসেছি, এসে ভাল লাগছে।আমরা চাই এমন আয়োজন যেন প্রতিনিয়ত হয়।
সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, আমরা চাই, শিক্ষার্থী সুস্থ থাকুক। পড়াশোনায় মনোযোগী হোক। নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলুক। এসব নিয়েই বসুন্ধরা শুভসংঘ কাজ করে। ভবিষ্যতেও শুভসংঘ এমন আয়োজন করবে। শিক্ষার্থীদের যাবতীয় উন্নয়নে কাজ করবে।