বগুড়ার আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুরস্কার বিতরণের এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার বন্ধুরা।
প্রতিযোগিতায় আদমদীঘি সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক শিশুরা চিত্রাঙ্কন, কিশোরীরা দড়ি খেলায় এবং নারীরা লুডু খেলায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালেরকন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় ইউএনও রুমানা আফরোজ বলেন, 'বসুন্ধরা শুভসংঘ নানা ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের অলস সময়ে শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেধা বিকাশে ভালো অবদান রাখবে।' এ সময় তিনি শুভসংঘের পরবর্তী যেকোনো কার্যক্রমে সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/মুসা