রাজশাহী মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চ। বিনোদনপিয়াসী বিভিন্ন বয়সি মানুষের সমাগমে মুখরিত এ স্থানটির আশপাশ দখল হয়ে যাচ্ছে প্রতিদিনই। অনেকেই কোটি টাকার সড়কের ধারের রেলিংয়ে বেঁধে রাখছেন গরু। স্থানীয়দের গরু পালনের কারণে ওই সড়কটির একাধিক স্থান এখন পরিণত হয়েছে গোয়ালঘরে। এর ফলে প্রশান্তির আশায় মানুষ নদীর পাড়ে এলেও পড়ছে নানা বিড়ম্বনায়।
সরেজমিন দেখা গেছে, দরগার সামনে দিয়ে পশ্চিমে মুক্তমঞ্চের দিকে গেলে সড়কের দুই পাশে চোখে পড়বে গরু বেঁধে রাখা আছে। কেউবা জামাকাপড় শুকাতে দিয়েছেন সৌন্দর্যবর্ধনের রেলিংয়ে। এভাবে গরু বেঁধে রাখার কারণে একদিকে লালন শাহ মুক্তমঞ্চের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দর্শনার্থীদের বসার স্থানগুলো থাকছে নোংরা আবর্জনায় ভরা। শুধু নগরবাসীই নয়, রাজশাহীর বাইরে থেকে আসা লোকজনকেও টানে পদ্মার সৌন্দর্য। সবাই মনকে একটু প্রফুল্ল রাখতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে যায় বড়কুঠি সংলগ্ন পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দর্শনার্থী ও বিনোদনপ্রেমী মানুষের ভিড় থাকে সেখানে। কিন্তু এসব স্থানে গড়ে তোলা গোয়ালঘরের কারণে লালন শাহ মুক্তমঞ্চের সৌন্দর্যটাই এখন ম্লান।
বিনোদপুর থেকে ঘুরতে আসা শাহজাহান আলী বলেন, ‘সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত। এখন মানুষ গরু বেঁধে রাখছেন। এটি খুবই খারাপ লাগছে।’ স্বর্ণালী রহমান নামের আরেকজন বলেন, রাস্তা থেকে সবুজ প্রকৃতি আর নদী এখন কমই দেখা যাচ্ছে। মানুষের কাপড় সবকিছু আড়াল করে রেখেছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, মাঝে মাঝে তারা অভিযান চালিয়ে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। আবার অনেকে সেখানে নোংরা করছেন। স্থানীয়রা সচেতন না হলে সৌন্দর্য ধরে রাখা কঠিন বলে মনে করেন তিনি।