গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা। এসব রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী পদক্ষেপ, যার ফলে দিনদিন দুর্ভোগের পাল্লা ভারী হচ্ছে। স্থানীয়দের অভিযোগ- সওজ ও বিআরটিএ প্রকল্প কর্তৃপক্ষের গাফিলতি এবং সিটি করপোরেশনের উদাসীনতার কারণে গাজীপুর সড়ক ও মহাসড়ক গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে পণ্য পরিবহন ও যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। সরেজমিনে ঘুরে জানা যায়, কোটি কোটি টাকায় নির্মাণ হওয়া রাস্তা কিছুদিন না যেতেই পিচ উঠে যাচ্ছে। টানা বৃষ্টিতে বেশকিছু জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে আছে। এতে ঘটছে নানা দুর্ঘটনা। খানাখন্দের কারণে সড়ক ও মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-আবদুল্লাহপুর, টঙ্গী বাজার সংলগ্ন, বাটা গেট, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট, বড়বাড়ী, বোর্ডবাজার, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকা ছাড়াও টঙ্গী-কালীগঞ্জ সড়ক, নতুন বাজার, টিঅ্যান্ডটি কে-টু ফ্যাক্টরি, হাতিম গ্রুপের কারখানার সামনে, টিঅ্যান্ডটি বাজার জাতীয় পার্টির অফিসের সামনে, আমতলি জাবান হোটেলের সামনে, শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুতে বড় বড় গর্ত, সেতুর পশ্চিম দিকের সমবায় কমপ্লেক্সের সামনে, নিমতলি রেললাইন-সংলগ্ন স্থান, মিরেরবাজার ও পূবাইলসহ বিভিন্ন এলাকায় বড় বড় গর্ত থাকায় প্রায়ই যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকে যায় কিংবা গাড়ি উল্টে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অফিস আদালত ও বিভিন্ন কলকারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে স্থানীয় শিলমুন এলাকার এক কারখানা মালিক জুয়েল বলেন, টঙ্গী- কালিগঞ্জ সড়কের মরকুন শিক্ষা বোর্ডের সামনে রাস্তা ভাঙাচোরা থাকায় জ্যাম লেগে যায়। কয়েক দিন পর পর ইট দিয়ে সংস্কার করেন কিন্তু রাস্তার বেহাল দশা রয়েই যায়। এ ছাড়া আহসান উল্লাহ মাস্টার উড়াল সড়কে বড় বড় গর্ত, রাতের আঁধারে ওই সড়কে চলতে গিয়ে হোঁচট খেতে হয়। জানতে চাইলে টঙ্গী সড়ক উপ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন খান বলেন, মহাসড়কের রাস্তা ও ড্রেন বিআরটিএ প্রকল্পের। এসব বিষয় তারা দেখবেন। টঙ্গী-কালীগঞ্জ সড়কসহ বিভিন্ন স্থানে যেসব জায়গায় খানাখন্দ হয়েছে সেসব জায়গায় সংস্কার কাজ চলছে।