রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে এ বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
গ্র্যান্ড সুফী নাইটে অতিথিরা উপভোগ করবেন ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও সুফী গানের সুরেলা আবেশ। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অনন্য সমন্বয় অতিথিদের ফিরিয়ে নিয়ে যাবে বাংলার মুঘল যুগের গৌরবে।
বিশেষ আয়োজনে থাকছে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি সুফী সংগীত, মুঘল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার, বাংলার মুঘল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকোরেশন এবং শান্ত, সবুজ ও নিরিবিলি পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নিল সন্ধ্যা।
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সর্বদা মুঘল ঐতিহ্যকে ধারণ করে, আর মুঘল সংস্কৃতিতে সংগীত ছিল একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ধারাবাহিকতায় হেরিটেজ রেস্টুরেন্ট নিয়মিতভাবে আয়োজন করে নানান সংগীত সন্ধ্যা। তারই অংশ হিসেবে এবারের আয়োজন হলো সুফী গানের আসর।
আয়োজনটি অনুষ্ঠিত হবে মোট দুই দিনে-আগামীকাল ২৬ সেপ্টেম্বর এবং আগামী ৩ অক্টোবর শুক্রবারে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে সুফী গানের মায়াবী পরিবেশনা ও রাজকীয় ভোজের আয়োজন।
এই মনোমুগ্ধকর আয়োজন উপভোগের জন্য টেবিল রিজারভেশনে কল করুন: +৮৮০ ১৯৯১-১৯৭৭১৯। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ICCB Heritage Restaurant-এর অফিসিয়াল ফেসবুক পেজে।
বিডি-প্রতিদিন/বাজিত