আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এলইএপি ২০২৫ ইয়াং রিসার্চার অব দ্য ইয়ার’ অর্জন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির। শিক্ষাক্ষেত্রে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এ পুরস্কারকে বিশেষ মর্যাদা দেওয়া হয়।
প্রতিবছর লন্ডন স্কুল অব ডিজিটাল বিজনেস (এলএসডিবি) আন্তর্জাতিক এ শিক্ষা পুরস্কারের আয়োজন করে থাকে এবং বিশ্বব্যাপী অগ্রগণ্য শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানকে শিক্ষা ও গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি দিয়ে থাকে।
বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি পুরস্কার নয়; বরং এক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নেতারা একত্রিত হন। এ কারণে একে অনেকেই শিক্ষা ও গবেষণার ‘অস্কার’ বলে থাকেন।
এ বছর এলইএপি ২০২৫-এ শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৭০টিরও বেশি দেশ, ৪০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, ২৬০ জন শীর্ষ শিক্ষানেতা এবং ৫০০ জনের বেশি অধ্যাপক ও গবেষক প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের মধ্য থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভার্চুয়াল সেশনে ড. হুমায়ুন কবিরকে ‘ইয়াং রিসার্চার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার মুহূর্তে অনলাইনে উপস্থিত থেকে তিনি আন্তর্জাতিক শিক্ষানেতাদের করতালিতে গর্বের সঙ্গে শুনেছেন বাংলাদেশের নাম উচ্চারিত হতে। আগামী নভেম্বর মাসে দুবাইয়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
তাঁর এই অর্জন প্রসঙ্গে সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বাড়িয়ে দেবে।’
বিডি প্রতিদিন/জামশেদ