বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আওরঙ্গজেব স্বপনকে হাতির পিঠে চড়িয়ে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার বিকালে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রাজকীয় এ বিদায় দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ কলেজ চত্বরে ভিড় জমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি নূর-এ-আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ ও কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু। নূর-এ-আজম বাবু বলেন, তিনি ৩১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করলেন। বিদায়ী অধ্যক্ষ বলেন, এত সম্মান পাব ভাবিনি। এই এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।