কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, ‘৩১ দফা বাস্তবায়িত হলে সব শ্রেণিপেশার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। কেউ না খেয়ে মরবে না। দেশে কোনো স্বৈরাচার জন্মাবে না। দেশের টাকা আর পাচার হবে না।’
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাবু বেপারী। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, জেলা যুবদরের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলর সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ।