পাবনার চাটমোহরে পাঁচ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর বিকালে চাটমোহরের শিবপুর গ্রামে ব্রিজের কাছে ওই শিশুকে রেখে মাছ শিকারে যান তার বাবা। এ সময় শিবপুর গ্রামের মোহাম্মদ শফির ছেলে শিমুল হোসেন (১৯) ওই শিশুকে ধান খেতের পাশে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ওসি মনজুরুল আলম জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।