পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। গতকাল সকালে মহিপুর মৎস্যবন্দরের ফয়সাল ফিশে মাছটি কেনেন ইশতিয়াক নামে এক ব্যবসায়ী। এর আগে কুয়াকাটা-সংলগ্ন সাগরে জেলে শহিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।
ফয়সাল ফিশের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। ক্রেতা ইশতিয়াক বলেন, সাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাব। মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।