নোয়াখালীর সুবর্ণচরের রেনু বাজারের উত্তর পার্শ্বে কুট্টি বাড়ির পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা মো. সাহেদ আলীর দুই ছেলে বলে জানা গেছে। চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃত দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে বলে পরিবা সূত্রে জানা গেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল