বরিশাল নগরীতে কীর্তনখোলা নদীর তীর দখল করে তিনটি স্টল নির্মাণ করেছেন এক কাউন্সিলর। কীর্তনখোলা নদী নগরীর পোর্ট রোড ইলিশ মোকামসংলগ্ন কাউন্সিলর গলিতে কয়েকদিন ধরে স্টল নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন কাজ করা রাজমিস্ত্রিরা।
স্থানীয়রা জানায়, নগরীর পোর্ট রোড থেকে কীর্তনখোলা নদীর মধ্যে জেগে ওঠা রসুল চরের মানুষ যাতায়াতে খেয়াঘাটের পাশে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদের স্টল রয়েছে। স্টলের পাশে নদীর মধ্যে নতুন করে তিনটি স্টল নির্মাণ শুরু করেছেন। প্রভাবশালী এ নেতার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করছে না।
নগরীর রসুলপুর চরের বাসিন্দা আঙ্গুরী বেগম বলেন, ঘাট দিয়ে খেয়াপারাপারের যাত্রী ওঠানামা করে। ঘাটটি রেখে দুই পাশ দিয়ে স্টল নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ণ নদীর মধ্যেই স্টল তিনটি নির্মাণ করা হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নদীর মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সেখানে কাজ করা রাজমিস্ত্রি নিজের নাম না জানিয়ে বলেন, কাউন্সিলর হারুন অর রশিদ স্টল নির্মাণ করছেন। প্রতিটি স্টল ১৪ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের। বর্তমানে ভিম ঢালাই দেওয়া হয়েছে।
জানা গেছে, নদীর তীরের ওই জমি বিআইডব্লিউটির মালিকানাধীন। তাদের কাছ থেকে ইজারা নিয়ে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর হারুন অর রশিদকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মানব নামে এক ব্যক্তি বলেন, ওইখানে একটি ছাগলের ঘর ছিল। তা ভেঙে যাওয়ায় এখন নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, আমি নতুন এসেছি। ঘটনাস্থলে না গিয়ে বলতে পারব না। বিষয়টি দেখে জানাতে পারব।