মাইক্রোসফট সম্ভবত তাদের সর্বাধিক পরিচিত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’কে একটি ন্যূনতম চেহারার ‘ব্ল্যাক স্ক্রিন অব ডেথ’-এ রূপান্তর করতে পারে। সত্যি কথা বলতে- কুখ্যাত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ ত্রুটির কথা শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। কেননা, যারা উইন্ডোজ ব্যবহার করেন না তারাও মাউক্রোসফটের এ উইন্ডোজ সম্পর্কে ধারণা রাখেন। পিসিতে এ ত্রুটি দেখা দেওয়া এমন কিছু নয়, তবে সমস্যাটি আপনার ইচ্ছার চেয়ে অধিকবার দেখা দিতে পারে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট ঘোষণা করেছে যে, তারা পরিচিত উইন্ডোজ ‘ব্লু স্ক্রিন অব ডেথ’কে একটি নতুন চেহারা দিতে যাচ্ছে, যা নতুন আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, তারা ‘অপ্রত্যাশিত রিস্টার্টের জন্য একটি নতুন, আরও সুবিন্যস্ত ইউআই প্রিভিউ করছে, যা উইন্ডোজ ১১-এর ডিজাইন নীতির সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ।’
উইন্ডোজ ১১ ২৪এইচ২ বিটা, ডেভ এবং ক্যানারি চ্যানেলে উইন্ডোজ ইনসাইডারদের জন্য একটি নতুন ফিচার (সুবিধা) এনে দেবে। যা আপনার পরিচিত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’-এ একটি ইমোশনাল ইমোজির মাধ্যমে আপনাকে জানাবে যে, ‘আপনার ডিভাইস একটি সমস্যার সম্মুখীন হয়েছে এবং রিস্টার্ট করা প্রয়োজন’। আর পুরো প্রক্রিয়াটি একটি সবুজ রঙের স্ক্রিনে দেখা যাবে। এ ছাড়াও এখন কোনো কিউআর কোড নেই এবং স্ক্রিনের নিচে ত্রুটি কোডটি প্রদর্শিত হয়ে যাবে। যারা সর্বশেষ উইন্ডোজ ইনসাইডার বিল্ড ব্যবহার করছেন, তারা এখন একটি সবুজ স্ক্রিন দেখতে পাচ্ছেন, তবে মাইক্রোসফট সবার ব্যবহারের জন্য আগে রংটি নীল বা কালোতে পরিবর্তন করতে পারে। যারা ভাবছেন, পরিচিত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (বিএসওডি) উইন্ডোজ ১.০ এর প্রবর্তনের পর থেকে বাহ্যিক এবং অন্যান্য পরিবর্তনগুলোর মধ্য দিয়ে গেছে, তবে গত কয়েক বছরে এ প্রথম উইন্ডোজ ত্রুটি পৃষ্ঠায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সেপ্রেস