মেসিয়ার ১০৬ গ্যালাক্সিটি ‘এনজিসি ৪২৫৮’ নামেও পরিচিত। এ গ্যালাক্সিটি ‘Canes Venatici’ নামক নক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি সর্পিলাকার ছায়াপথ। ১৭৮১ সালে পিয়ের মেক্যাইন সর্পিলাকার এ গ্যালাক্সিটি আবিষ্কার করেন। তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ চার্লস মেসিয়ারের সহকারী। গ্যালাক্সিটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ২৪ মিলিয়ন আলোকবর্ষ দূরে। এর কেন্দ্রে একটি বিশালাকার কৃষ্ণগহ্বর রয়েছে। নাসার গবেষকরা রেডিও তরঙ্গের সাহায্যে এর নিশ্চিত প্রমাণ পেয়েছেন।
তথ্যসূত্র : নাসা/ইএসএ