দেশের শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার এখন থেকে বাংলাদেশে স্টারলিংক'র অনুমোদিত রিসেলার হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
এর ফলে গ্রাহকরা সরাসরি প্রতিষ্ঠানটির সব আউটলেট এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন কিনতে পারবেন।
স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি অত্যাধুনিক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এটি প্রত্যন্ত ও অনুন্নত এলাকায়ও দ্রুতগতির এবং কম বিলম্বের ইন্টারনেট সংযোগ প্রদান করে। গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। স্টারলিংকের অফিশিয়াল রিসেলার হিসেবে এখন আমরা দেশের সব অঞ্চলে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহে ভূমিকা রাখতে পারব।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশি গ্রাহক, ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য স্যাটেলাইট–ভিত্তিক বিশ্বমানের ইন্টারনেট প্রযুক্তি পৌঁছে দিতে আরও একধাপ এগিয়ে গেলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ