কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই নতুন এক পকেটসাইজ ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের জন্য তারা অ্যাপলের প্রধান সরবরাহকারী লাক্সশেয়ারের সঙ্গে চুক্তি করেছে।
প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন ডিভাইসটি এখনও নমুনা পর্যায়ে রয়েছে, তবে এটি ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে এবং সরাসরি ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
আইফোন ও এয়ারপড তৈরিতে অভিজ্ঞ লাক্সশেয়ার এই প্রকল্পে বৃহৎ পরিসরে উৎপাদন সুবিধা দেবে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এটি স্মার্টফোন ও প্রচলিত যন্ত্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এক সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন।
ওপেনএআই চীনা প্রতিষ্ঠান গোরটেকের সঙ্গেও আলোচনা করছে। এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচ তৈরিতে অভিজ্ঞ এই প্রতিষ্ঠান থেকে তারা স্পিকার মডিউলসহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ নেবে। বিশেষজ্ঞদের মতে, এটি এআইভিত্তিক কোম্পানিগুলোর জন্য একটি বড় সম্ভাবনা ও ঝুঁকি একসাথে বহন করছে, কারণ এখানে নতুন ডিভাইস তৈরি করা হচ্ছে যা স্মার্টফোন বা কম্পিউটারের ওপর নির্ভরশীল নয়।
এর আগে ওপেনএআই ৬৫০ কোটি ডলারে (৬.৫ বিলিয়ন) অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি ‘আইও প্রোডাক্টস’ অধিগ্রহণ করে। এর মাধ্যমে জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন দলকে দলে নিয়েছে ওপেনএআই। বর্তমানে জনি আইভ নতুন ডিভাইসের নকশার নেতৃত্ব দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, প্রথম পণ্যটি ২০২৬ সালে বাজারে আসবে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আশাবাদী, প্রতিষ্ঠানটি অন্তত ১০ কোটি (১০০ মিলিয়ন) এআই ডিভাইস বিক্রি করতে পারবে।
বিডি প্রতিদিন/নাজিম