ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার তারা আনছে থ্রেডেড কনভারসেশন ফিচার।
এর মাধ্যমে কোনো মেসেজে রিপ্লাই করলে তা মূল বার্তার নিচে আলাদা থ্রেড আকারে সাজানো থাকবে। বিশেষ করে গ্রুপ চ্যাটে এ সুবিধা কার্যকর হবে। এতে আলোচনা আরও গোছানো হবে, পুরোনো বার্তা খুঁজে বের করার ঝামেলা কমবে। ফলে অফিসিয়াল গ্রুপ বা বড় আকারের আলোচনায় উৎপাদনশীলতা বাড়বে।
বর্তমানে এ ফিচার বেটা সংস্করণে পরীক্ষাধীন। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন এ আপডেট হোয়াটসঅ্যাপকে টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো আধুনিক মেসেজিং অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে নেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ