গান জনপ্রিয় করার শক্তিশালী মাধ্যম হিসেবে টিকটক ইতিমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। কোম্পানিটি এবার গীতিকারদেরও সেই জনপ্রিয়তা কাজে লাগানোর সুযোগ এনে দিচ্ছে।
সম্প্রতি টিকটক বেটা ভার্সনে নতুন দুটি ফিচার এনেছে। একটি হল, ‘সংরাইটার লেবেল’ যা ব্যবহারকারীর প্রোফাইলে গীতিকার হিসেবে দেখাবে। দ্বিতীয়টি ‘সংরাইটার মিউজিক ট্যাব’ যেখানে ব্যবহারকারী তার লেখা বা সহ-লেখক হিসেবে থাকা গানগুলো আলাদাভাবে তুলে ধরতে পারবেন।
এখন পর্যন্ত কেবল সীমিত সংখ্যক প্রকাশক ও গীতিকার নতুন লেবেল বা ট্যাব পেতে আবেদন করতে পারবেন। টিকটক বলছে, এই ফিচারের প্রথম দিককার ব্যবহারকারীদের মধ্যে আছেন প্রখ্যাত গীতিকার লরেন ক্রিস্টি, অ্যাভ্রিল ল্যাভিন, ব্রিটনি স্পিয়ার্স, টবি গ্যাড, ফার্গি, জন লিজেন্ড, জাস্টিন ট্রান্টার, ডুয়া লিপা, আরিয়ানা গ্র্যান্দে। এ ফিচার ব্যবহারে আগ্রহীরা নিজেদের নাম ‘ওয়েটলিস্ট’-এ রাখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
টিকটক ও এর মূল কোম্পানি বাইটড্যান্স আটশ ৭১ জন গীতিকারের উপর জরিপ ও ১৮ জনের সাক্ষাৎকার নেওয়ার পর এ ফিচারটি চালু করেছে। পরীক্ষাগুলো টিকটকের নতুন ফিচারটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিচারটির লক্ষ্য গীতিকারদের আয় বাড়ানোর সুযোগ করে দেওয়া। টিকটক উল্লেখ করেছে, পেশাদার গীতিকারদের মধ্যে ৫৩ শতাংশ সামাজিক মাধ্যমে কনটেন্ট পোস্ট করার জন্য টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
রয়্যালটি ও কপিরাইট বিষয়েও টিকটক ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মের মতো পদ্ধতি বেছে নিয়েছে। টিকটকে থাকা সব গান ভিডিওতে ব্যবহার করা যায় কারণ প্ল্যাটফর্মটি বিভিন্ন ডিস্ট্রিবিউটর ও লেবেলের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে। কোনো কনটেন্ট নির্মাতা তাদের গান ব্যবহার করলে সেই গানের শিল্পী, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমান অর্থ বা রয়্যালটি পান।
তবে এই পথে টিকটক কিছুটা দেরিতে হাঁটছে কারণ গান বিষয়ক আরেক প্ল্যাটফর্ম স্পটিফাই ২০২০ সাল থেকেই গীতিকারদের জন্য ‘স্পটলাইট’ নামে এমন একটি ফিচার চালু করেছে।
গত মাসে বাইটড্যান্স ‘টিকটক ফর আর্টিস্ট’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে যার মাধ্যমে সঙ্গীতশিল্পীরা তাদের ‘গান, পোস্ট ও অনুসারীদের তথ্য ও বিশ্লেষণমূলক ডেটা’ দেখতে পান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ