গুগল ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে অনেক ফিচার নিয়ে আসে। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ কয়েকটি ফিচার যুক্ত করেছে গুগল। যা নতুন ধরনের অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।
উন্নত গ্রুপ চ্যাট থেকে স্মার্টওয়াচের মাধ্যমে পাবলিক ট্রানসিট পেমেন্ট, অনেক নতুন ফিচার্স পাবেন এবার অ্যান্ড্রয়েডে। ফোটো এডিট করাই হোক বা স্মার্ট হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করা, অ্যান্ড্রয়েড ফোন এখন প্রতিটি ধাপে আপনার কাজ সহজ করে দেবে। আসুন দেখে নেই আরও কী কী ফিচার আনলো গুগল-
এআই ফোটো এডিটিং টুল
গুগল ফটোজেও অনেক আপডেট এসেছে। ইমেজ এডিটর রিডিজাইন করা হয়েছে। খুব সহজে এই নতুন ডিজাইনারের সাহায্যে আপনার ছবি এডিট করা যাবে। রিইমাজিন নামক টুলের সাহায্য আপনার ছবিকে আপনি কীভাবে বদলাতে চাইছেন তা উল্লেখ করে বদলে নেওয়া যেতে পারে সেভাবে। ফলে বিগিনারদের জন্য ফটো এডিটিং অনেক সহজ হবে এখন।
স্মার্ট হোম
আপডেটেড গুগল হোম অ্যাপ এবার থেকে ডিভাইস-স্পেসিফিক কনট্রোল আনবে যা হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করতে আরও সুবিধা এনে দেবে। গুগল টিভির মাধ্যমে আপনার মনিটর ক্যামেরা দেখতে চাইছেন বা আপনার রান্নাঘরে স্পিকার কনট্রোল করতে চাইছেন, যখন যেটা দরকার আলাদা আলাদাভাবে করা যাবে। এর ফলে একইসঙ্গে সব ডিভাইস নিয়ন্ত্রণ করা সহজতর হবে।
সেফটি ফিচার্স
জগার, সোলো ট্রাভেলরদের জন্য গুগলের পার্সোনাল সেফটি অ্যাপ এখন আরও বেশি উপযোগী। অপরিচিত জায়গা ভ্রমণের সময়, বিপদে পড়লে এই অ্যাপের নতুন ফিচার্স সঙ্গে সঙ্গে পরিচিতদের এমার্জেন্সি কল করে দেবে।
ট্যাপ ইন
নিত্যযাত্রীদের জন্য গুগলের একটি নতুন আপডেট এসেছে। এখন আপনি চাইলে সিটি ট্রানসিট কার্ড ব্যবহার করতে পারেন ওয়্যার ওএস স্মার্টওয়াচের মাধ্যমে গুগল ওয়ালেট না খুলেই। ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের টগল কি দ্রুত সক্রিয় করে দেওয়া হবে এর মাধ্যমে।
গ্রুপ চ্যাট
গুগল মেসেজেস এই গ্রুপ চ্যাটকে আরও উন্নত করে তুলেছে। ব্যবহারকারীরা দ্রুত তাদের ইউনিক নেম ও আইকন দিয়ে চ্যাট করা শুরু করতে পারেন এর মাধ্যমে। এই চ্যাট কাস্টমাইজ করা যাবে সহজেই। যারা একাধিক আরসিএস চ্যাট কাগলিং করেন, তাদের জন্য এটি একটি আনন্দদায়ক বদল। কাদের কাদের আরসিএস সক্রিয় করা আছে তাও দেখতে পাবেন আপনি। একটি নির্দিষ্ট গ্রুপ থ্রেডে কতক্ষণের জন্য নোটিফিকেশন মিউট করতে চান তা সেট করা যাবে এবার থেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ