হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার-এআই মেসেজ সামারি। এর কল্যাণে এআই প্রযুক্তির সহায়তায় অপঠিত (আনরিড) মেসেজগুলোর সামারি বা সারাংশ তৈরি করা যাবে। ফলে ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা একনজরে দেখে নিতে পারবেন তাদের কাছে আসা মেসেজের বিষয়বস্তু। অপঠিত মেসেজের এআই সামারি তৈরিতে ‘মেটা এআই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। উল্লেখ্য, ‘মেটা এআই’ হচ্ছে মেটার নিজস্ব এআই প্রযুক্তি, যেটা চলতি বছরের এপ্রিলে রিলিজ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
তবে এর ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন বা মেসেজ এনক্রিপশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেই জানিয়েছে মেটা। মেসেজ সামারি তৈরির ফিচারটি ঐচ্ছিক বা অপশনাল, তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে এটি ব্যবহার করতে পারেন, আবার না-ও করতে পারেন। এআই-সক্ষমতার মেসেজ সামারি সুবিধাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার জন্য চালু হতে যাচ্ছে। তবে চলতি বছরের শেষদিকে বিশ্বের আরও কিছু দেশে এবং আরও কয়েকটি ভাষায় এ ফিচারটি আসবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই